সিলভার জুবিলি সেলস ক্যাম্পেইনে সেরা পারফরমারদের পুরস্কৃত করলো ব্যাংক এশিয়া

ব্যাংকের সিলভার জুবিলি সেলস্ ক্যাম্পেইনে অসাধারণ পারফরমেন্সের জন্য কর্মীদের পুরস্কৃত করল ব্যাংক এশিয়া পিএলসি। ১৪ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আগামীদিনেও এমন সাফল্য অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেন। উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী, জনাব এস এম আনিসুজ্জামান ও জনাব সৈয়দ জুলকার নাইন সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের রিটেইল ঈঅঝঅ ডিপোজিট বৃদ্ধি, রিটেইলে নতুন কাস্টমার অন্তর্ভুক্তি ও ক্রেডিট কার্ড বিজনেস বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন চালু করা হয়। শাখা পর্যায়ের মোট ৩০ জন কর্মকর্তাকে ক্যাম্পেইনে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং অসাধারণ পারফরমেন্সের জন্য পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ প্রণোদনা প্রদান করা হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন