গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু সরকার গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন (নিষিদ্ধ ঘোষিত) ছাত্রলীগের সভাপতি রাজু সরকার গ্রেফতার হয়েছেন। গতকাল রোববার দুপুরে শহরের উপজেলা পরিষদ এলাকা থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও নানামুখী অপতৎপরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রাজু সরকারকে গতকাল রোববার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
আরও পড়ুনমন্তব্য করুন