ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না: বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্কঃ গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গণপিটুনির শিকার হয়েছেন আজিজুর রহমান নামের এক রিকশাচালক। শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে জনরোষে শিকার হন। জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।  

গতকাল (১৬ আগস্ট) শনিবার জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে আজিজুর রহমানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। 

এ ঘটনায় নিজের ফেসবুকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘আপনাদের কে অধিকার দিয়েছে মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করার? শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না— দেখেছ তো শেষ পর্যন্ত তাঁর কী পরিণতি হয়েছে? তাঁর পতনের পর ভেবেছিলাম মানুষ একটা শিক্ষা নেবে। কিন্তু না, সেই একই আচারণ এখনও রয়ে গেছে। 

এরপর তিনি যোগ করেন, ‘তোমরা বলে দেওয়ার কে, মানুষ কাকে সমর্থন করবে? আর কাকে সমর্থন করবে না? কারও উপর আপনাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার নেই। মানুষের নিজস্ব বিবেক, বিচার-বুদ্ধি আছে। কেউ যদি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে চায় সেটা তাঁর নিজস্ব অধিকার। সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার নেই। কারও শ্রদ্ধা জানানোকে ‘ভুল’ বলে দাগিয়ে দেবেন না। আপনার নিজের মতের সঙ্গে মিলছে না বলে তাঁদের খারাপ বলার চেষ্টা করবেন না।’

তিনি আরও বলেন, “একটা কথা বলি—আপনাদে সস্তা মানসিকতা দেখে হাসি পায়। একসময় গুজব উঠেছিল, ‘আমি জুলাই বিদ্রোহের সময় ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ২০০ কোটি টাকা পেয়েছি। আর এখন শোনা যাচ্ছে, আমরা নাকি শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য মাত্র ২০,০০০ টাকা পেয়েছি! কী হাস্যকর! ২০০ কোটি থেকে ২০ হাজার? সত্যিই কি কেউ এত বড় ঝুঁকি নেয় সামান্য কয়টা টাকার জন্য?”

আরও পড়ুন

কথার সূত্র ধরে বাঁধন আরও বলেন, ‘ভালো করে বুঝে রাখেন: এখন মিথ্যা দিয়ে, সস্তা গুজব, হুমকি দিয়ে মানুষকে পরিচালনা করা যায় না।সময় বদলেছে। সোশ্যাল মিডিয়া আছে। বিশ্বায়ন হয়েছে। মানুষ এখন চোখকান খোলা রাখে। তোমাদের নাটক তাঁরা বুঝে ফেলেছে। একজন সত্যিকারের নেতা মানুষকে নিয়ন্ত্রণ করে না, অনুপ্রাণিত করে। তাঁরা কণ্ঠরোধ করে না, কথা শোনে। তারা গুজব ছড়ায় না, বিশ্বাস গড়ে তোলে।’ 

অভিনেত্রী যোগ করেন, ‘ক্ষমতার মোহে বুঁদ হয়ে থাকবেন না। ভাবতে যাবেন না, এখনও মানুষকে নাড়িয়ে-চাড়িয়ে চালাতে পারেন। বহু আগেই সেই সুতো কেটে গেছে। জেগে ওঠো, নয়তো ইতিহাস আরও কঠোরভাবে তোমাকে শিক্ষা দেবে।’সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘একজন সত্যিকারের নেতা হন। একজন মানবিক মানুষ হন। নইলে, শেষমেশ আপনিও শেখ হাসিনার আরেকটা ব্যর্থ প্রতিলিপি হয়ে উঠবেন। বিশ্বাস করেন সেই ট্র্যাজেডির সিক্যুয়েলের প্রয়োজন নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার