যখন সে চাইবে তখন বিয়ে করব :সামিরা খান মাহি

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই।
সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না।
মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।
সম্প্রতি এক সাক্ষাকৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আমার মনে হয় না যে, ব্যক্তিগত জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার ভক্তদের জানার প্রয়োজন আছে। আমি মানুষকে জানাতে চাই, আমার জীবনে একজন আছে- এটা একান্তই নিজের পছন্দ। তবে আমি যতটুকু জানাতে চাই, ঠিক ততটুকুই জানাই, এর বাইরে সবকিছু আমার। আমি স্বচ্ছতা পছন্দ করি। আমার মনে হয়, সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি, অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না। যারা বেশিরভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে, সুযোগ নিতে চায় এটা তাদের উদ্দেশ্যে বলছি। তারা জানুক আমারও একজন আছে। সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ।
আরও পড়ুনবিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন— তার প্রেমিক চাইলেই শুভকাজটা সেরে ফেলবেন।
অভিনেত্রীর কথায়, ‘আশা করছি, আমাদের বিয়েটা হবে। আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি, বছর তিনেকের মধ্যে বিয়ে করার। কারণ, সে একটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই একটু সময় নেওয়া দরকার। আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক।
মাহি আরও বলেন, ‘আমাদের সমাজে একটা প্রচলিত প্রথা হচ্ছে, ছেলেদের ওপর দায়িত্বটা বেশি। তবে আমি যদিও বলি, আমি স্বাবলম্বী। আমার দায়িত্ব তোমার নেওয়ার কিছু নেই। কিন্তু বিষয়টা এ রকম হয়ে গেছে, পুরুষের দায়িত্বটা নেওয়া উচিত, ও (প্রেমিক) হয়ত সেটাই ভাবে।
মন্তব্য করুন