ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

নোয়াখালীতে শেখ মুজিবের জন্য দোয়া, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

নোয়াখালীতে শেখ মুজিবের জন্য দোয়া, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সদস্য মো. করিম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। পরে ওই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে নিষিদ্ধ কার্যক্রম চালানোর প্রতিবাদে রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, দোয়া মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মামলার প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৫১ জনকে হত্যা 

প্রধান উপদেষ্টা যে মাসে বলেছেন ওই মাসেই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার আত্মারা আবার নতুন করে দেশের ওপর ভর করেছে : রিজভী

কুড়িগ্রামে বিলে মিলল সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ

আলোচনায় অনমনীয় পুতিন, ক্লান্ত ও বিরক্ত ছিলেন ট্রাম্প