ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত: আব্বাস

ছবি : সংগৃহীত,খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত: আব্বাস

কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রীকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

 
মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপারসনকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন। এই নির্যাতনের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত।
 
বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা তার দৃঢ় মনোবল দেখেছি। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দি হিসেবে রাখা হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। ওই সময় নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

একইমঞ্চে মুগ্ধতা ছড়ালেন অনুপমা মুক্তি ও জয়

নওগাঁর রাণীনগরকে পর্যটনমুখী করতে উদ্যোগ বাস্তবায়ন চায় উপজেলাবাসী

রংপুরের গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

এবার ভুটানের লিগে খেলতে গেলেন আফঈদা ও স্বপ্না

নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস