ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তার কারণ যা জানা গেলো

দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তার কারণ যা জানা গেলো ,ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: টলিউডের তুমুল জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমায় একসঙ্গে অভিনয় করা এই জুটির জনপ্রিয়তার মূল কারণ কী?

‘‘এই প্রশ্নটা দর্শককে করা উচিৎ। দর্শক জুটি তৈরি করেন। তারাই ভালো বলতে পারবেন। আজকে শুভশ্রীর আলাদা একটা সংসার আছে। তার জায়গায় সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তা সত্ত্বেও যে আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে, কেন হচ্ছে- আমরা নিজেরাই জানিনা।’’—সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব এসব কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো, কেন দেব-শুভশ্রী জুটি এতো জনপ্রিয়। উত্তরটা দেব দর্শকের কাছে জানতে চেয়েছেন।

দেব মনে করেন উত্তরটা হয়তো শুভশ্রীর কাছেও আছে। দেব ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘‘ আমার মনে হয় আমরা পঞ্চাশ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। আমার মনে হয় শুভশ্রী ভালো করে এই উত্তরটা দিতে পারবে।’’

আরও পড়ুন

দেবের বিশ্বাস দর্শক এই জুটিকে শুধু ভালোবাসে না, সেলিব্রেটও করে।  তিনি বলেন,  ‘‘এ শুধু ভালোবাসে তা নয়। তারা সেলিব্রেট করে। এটা সেলিব্রেশন।’’

উল্লেখ্য, টালিউডের এই জনপ্রিয় জুটির দীর্ঘ এক দশক পর আবারও এক ফ্রেমে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দর্শক। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ দিয়ে পর্দায় ফিরছেন তারা। দীর্ঘ ৯ বছর ধরে মুক্তি আটকে থাকা এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

হবিগঞ্জে গলা কেটে যুবকের আত্মহত্যা

রংপুরে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

রংপুরে তিস্তা জোন জাতীয় কাবাডি টুর্নামেন্ট শুরু

আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলবে বাংলাদেশ

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ২