ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মগ লিবারেশন পার্টির এক সদস্যের মৃত্যু

পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মগ লিবারেশন পার্টির এক সদস্যের মৃত্যু

খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন মগ লিবারেশন পার্টির গুলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে দুতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়ে কংচাই ঞো মারমার (৩১) মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত কংচাই ঞো মারমা আঞ্চলিক সংগঠন মগ লিবারেশন পার্টির একজন কমান্ডার বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সে মহালছড়ির এলাকার অংসাজাই মারমার ছেলে। তিনি পরিবার নিয়ে শান্তিনগরের ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, সেনাবাহিনী খাগড়াছড়ি শহরের শান্তিনগরে কংচাই ঞো মারমার ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দুতলা বাড়ির পাশ থেকে একজনকে আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে। 

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দিপা ত্রিপুুরা বলেন, সকাল ১০টার পর খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেনাবাহিনী একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে পড়ে গিয়ে প্রাপ্ত আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে।

শান্তিনগরের দোতলা ওই ভবনটির মালিক সুজিত দে নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তার ভাগনীর মৃত্যুর কারণে গতকাল রাত থেকে তারা কেউ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাসায় এসে দেখেন ভাড়াটিয়ার বাসায় সব এলোমেলো হয়ে আছে।

আরও পড়ুন

সুজিত দে আরও বলেন, দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে কংচাই ঞো মারমা এখানে ভাড়া থাকতেন। ভাড়া নেওয়ার সময় তিনি বিএসআরএম কোম্পানিতে চাকরি করেন বলে আমাদের জানিয়েছেন। স্ত্রী সন্তান নিয়মিত বাসায় থাকলেও সে মাঝে মধ্যে আসতেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, হাসপাতাল থেকে বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিএলে বদলে যাচ্ছে যে ৬ নিয়ম

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০

চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় তেল, উদ্বোধন শনিবার

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর

বাংলাদেশে প্রথমবার দ্য আইসক্রিম সেলার্স