ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

ইপিএলে বদলে যাচ্ছে যে ৬ নিয়ম

ইপিএলে বদলে যাচ্ছে যে ৬ নিয়ম

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম আজ শুরু হচ্ছে লিভারপুল-বোর্নমাউথ ম্যাচ দিয়ে। তবে এবারের ২০২৫-২৬ মৌসুম থেকে বদলে যাচ্ছে মাঠের বেশ কিছু নিয়ম। 

দেখে নেওয়া যাক বদলে যাওয়া এমন ৬টি নিয়ম — 

১. ডাবল-টাচ পেনাল্টি আবার নিতে হবে 

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হুলিয়ান আলভারেজের স্পটকিক বাতিল হওয়ার পর এ নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে এবার প্রিমিয়ার লিগের নতুন নিয়ম অনুযায়ী অনিচ্ছাকৃত এমন ভুলে গোল বাতিল হবে না, বরং স্পটকিকটি আবার নিতে হবে পেনাল্টি টেকারকে।

২. রেফারির সঙ্গে শুধু ক্যাপ্টেন কথা বলতে পারবেন 

ফুটবল মাঠে সিদ্ধান্ত পক্ষে না গেলেই খেলোয়াড়রা ঘিরে ধরেন রেফারিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন সময়ে হলুদ কার্ড দেখাতে দেখা যায় অহরহ। তবে এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী শুধু ক্যাপ্টেনই যেতে পারবেন রেফারির কাছে। না মানলেই থাকবে শাস্তি।

৩. কর্নার ও ফ্রি-কিকে ‘বাধা’ রোধে কড়াকড়ি 

ফুটবলে প্রতিপক্ষের অর্ধে কর্নার বা ফ্রি-কিক নেওয়ার সময় ধাক্কা বা জার্সি টেনে ধরার প্রবণতা কমাতে চায় ইপিএল। তাই এবার থেকে আর থেকে সতর্কবার্তা নয়, বরং সরাসরি শাস্তি পাবে খেলোয়াড়রা। যদিও অল্প সময়ে জন্য পাওয়া যাবে ছাড়। 

আরও পড়ুন

৪. গোলরক্ষকের ৮ সেকেন্ডের নিয়ম 

ইপিএলে ৬ সেকেন্ডের বেশি বল ধরে রাখা গোলরক্ষকদের জন্য বেআইনি।তবে এই নিয়ম কার্যত হারিয়ে গিয়েছিল। তাই নতুন করে ৮ সেকেন্ডের নিয়ম দেওয়া হচ্ছে এবারের মৌসুমে। এই সময়ের পর বল হাতে রাখলেই প্রতিপক্ষকে পুরস্কার হিসেবে দেওয়া হবে কর্নার। 

৫. ভিএআর ও অফসাইড প্রযুক্তি 

আগের মৌসুমের শেষভাগে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি’ থাকছে এবার মৌসুমের প্রথম থেকেই। যার মাধ্যমে স্টেডিয়ামে ভিএআর থেকে পাওয়া সিদ্ধান্তের রিপ্লে ও অন্যান্য ফুটেজ দেখানো হবে।

৬. রেফারি ক্যামেরা

এই মৌসুম থেকে রেফারিদের গায়ে থাকা ক্যামেরা থেকে রেকর্ড করা ফুটেজ ব্যবহার করা হবে সম্প্রচারে। এ ছাড়া রেফারিরা সরাসরি মাইক্রোফোনে ভিএআরের সিদ্ধান্ত দর্শকদের জানাবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর

বলিউডের বেশিরভাগ নায়ক অসভ্য: কঙ্গনা

ভারতের রাফাল জেট ধ্বংসকারী পাইলটরা পেলেন পাকিস্তানের সর্বোচ্চ সম্মান

মা হারালেন ধনকুবের জেফ বেজোস

পার্ক, খেলার মাঠ ও জলাধার সংরক্ষণে বিভিন্ন সংস্থাকে চিঠি

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল