সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে স্কুল ছাত্র নিখোঁজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে স্কুল ছাত্র রাকিব হোসেন (১৪)। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় উল্লাপাড়া উপজেলার সোনতলা সড়ক সেতুর কাছে।
রাকিব উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এবং বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দুই ঘণ্টা নদীতে নেমে রাকিবকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কুল ছাত্র রাকিব তার দুই বন্ধুকে নিয়ে আজ রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় সোনতলা সড়ক সেতুর পাশে করতোয়া নদীতে গোসল করতে নামে। রাকিব সাঁতার জানে না। গোসলে নেমে সে ডুবে যায়। তার দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে এবং পার্শ্ববর্তী লোকজনকে বিষয়টি জানায়। পরে পাশের লোকজনও নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পরেও রাকিবের সন্ধান করতে পারেনি।
আরও পড়ুনরাকিবের বাবা আব্দুল আওয়াল জানান, তার ছেলে রাকিব তার দুই বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে নামলে নদীতে ডুবে যায়। সে সাঁতার জানে না। বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে পৌঁছালে তারা আবারও রাকিবের উদ্ধার অভিযান শুরু করবেন।
মন্তব্য করুন