অসহায় মাজেদার পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : করতোয়া নদীর ভয়াবহ ভাঙনে সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়েছিলেন শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামের মাজেদা খাতুন (৫৫)। তার শেষ আশ্রয় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন।
এই মানবিক বিপর্যয়ের খবর দৈনিক করতোয়া পত্রিকায় গত শুক্রবার প্রকাশ হলে বিষয়টি নজরে আসে শেরপুর-ধুনটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এস আর গ্রুপের এমডি ও বগুড়া জেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানীর।
পরে তিনি আজ রোববার (১০ আগস্ট) সকাল ১১ টায় তার প্রতিনিধিকে দিয়ে মাজেদা খাতুনের খোঁজখবর নেন ও বর্ষা মৌসুমে আশ্রয়ের জন্য নিজস্ব অর্থায়নে একটি ঘর নির্মাণের উদ্দেশ্যে ৩ বান্ডিল টিন দিয়ে সহায়তা করেন।
আরও পড়ুনএ সময় আসিফ সিরাজ রব্বানীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, শেরপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য বাবলু সরকার, সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুলু, সুঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম মানু, সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম রেজা, ভবানীপুর ইউনিয়ন যুবদল নেতা আবু তাহের, ওয়ার্ড সভাপতি নুরুল আমিন ও জিএম সম্রাট।
উল্লেখ্য, করতোয়া নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালার ৩টি ও সুঘাট ইউনিয়নের বিনোদপুর, মোহনা এলাকায় অন্তত পাঁচটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০টি বাড়ি, এতিমখানা, হাফেজিয়া মাদরাসা ও একমাত্র কবরস্থান ভাঙনের হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বিনোদপুর উত্তরপাড়া গ্রামের মাজেদা খাতুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
মন্তব্য করুন