ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হেলাল হোসেন কবির নামে এক সাংবাদিককে বেদম মারধর করে হত্যাচেষ্টা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। এঘটনায় তিনি ও তার মা আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় মামলা হলে মামলার পরপরই সোহরাব আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহরাব আলী একই এলাকার মকবুল হোসেনের ছেলে। গতকাল শনিবার রাত ৮ টায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হেলাল হোসেন কবির স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে সাংবাদিক কবির পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হলে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ১০/১২জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।  এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে । এক পর্যায়ে ধারালো ছোরা দিয়ে তার গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

আরও পড়ুন

এ সময় তার মা ছামছুন্নাহার বেগম লুসি ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। এ সময় তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত সাংবাদিক ও তার মাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সাংবাদিক কবির বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দাখিল করলে পুলিশ তা রেকর্ড করে আটক হওয়া সোহরাব আলীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।  এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানান, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা