বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

সোনাতলা ( বগুড়া প্রতিনিধি) : বগুড়া সোনাতলা উপজেলায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মেনেকা নামের এক গর্ভবতী গৃহবধু নিহত হয়েছে। উপজেলার পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের মৃত টুলু মিয়ার দুই ছেলের মধ্যে গতকাল শনিবার (৯ই আগস্ট) দুপুরে মারপিটের ঘটনা ঘটে।
এ সময় ওই গৃহবধু মারামারি মেটাতে যায়। এ সময় ভাসুর ফারাজুল ইসলামের ধাক্কায় মেনাকা মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর থেকে ওই গৃহবধুর ব্লিডিং শুরু হয়। পরে তাকে পার্শ্ববর্তী হুয়াকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এরপর সে একটি মৃত সন্তান প্রসব করে। এরপরও রক্ত বন্ধ না হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আরও পড়ুনমন্তব্য করুন