ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

কুমিল্লা বোর্ডে এসএসসিতে সেরা অনামিকা

ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী অনামিকা দেবনাথ।

কুমিল্লা প্রতিনিধি: এবারের এসএসসি ২০২৫ পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ১,৩০০ নম্বরের মধ্যে ১,২৬৪ পেয়ে বোর্ডসেরা হয়েছেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী অনামিকা দেবনাথ।

তার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তবে কুমিল্লা বোর্ড জানিয়েছে, বোর্ড থেকে প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান নির্ধারণ করা হয় না। শিক্ষার্থীরাই মার্কশিট দেখে নম্বর গণনা করে ফলাফল মিলিয়ে নেন।

অনামিকা দেবনাথের ফলাফলে দেখা যায়, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯২, ইংরেজিতে ১৮৯, গণিতে ১০০, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৯৪, হিন্দু ধর্মে ৯৭, পদার্থবিজ্ঞানে ৯৮, রসায়নে ৯৭, উচ্চতর গণিতে ৯৯, জীববিজ্ঞানে ১০০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৪৮, শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার এডুকেশনে পূর্ণ নম্বর পেয়েছেন অনামিকা। ভালো ফলের রহস্য জানিয়ে অনামিকা বলেন, “ক্যাডেট কলেজে নিয়ম মেনে পড়াশোনা করেছি। বিশেষ করে পরীক্ষার তিন মাস আগে প্রতিদিন ৮ ঘণ্টা করে পড়তাম। আমি রিসার্চভিত্তিক কাজ করতে চাই, উদ্যোক্তা হতে চাই।”

আরও পড়ুন

মা বীণা দেবনাথ বলেন, “আমি মেয়ের এই সফলতায় গর্বিত। শিক্ষকরা ওর জন্য অনেক পরিশ্রম করেছেন। চাই, সে বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করুক।” প্রসঙ্গত, কুমিল্লা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৩.৬০% এবং জিপিএ-৫ পেয়েছে ৯,৯০২ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

বগুড়ায় ফেনসিডিল কারবারির দুই বছরের কারাদন্ড