ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

হাঁস পালন করে সচ্ছলতা এনেছেন কামরুন নাহার

হাঁস পালন করে সচ্ছলতা এনেছেন কামরুন নাহার

নিজের আলোয় ডেস্ক ঃ হাঁস পালন করে কামরুন নাহার এখন সফল উদ্যোক্তা। আগে তিনি মুরগি পালন করতেন, কিন্তু নানা রোগে মুরগি মারা যাওয়ায় তার অনেক ক্ষতি হয়। পরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে তিনি ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালন শুরু করেন। শুরুতে একটু ভয় থাকলেও ছয় মাসের মধ্যেই তিনি ভালো ফল পান।

ফরিদপুরের কোমরপুর গ্রামের গৃহিনী কামরুন নাহার জানান, এই জাতের হাঁস পানি ছাড়াই খাঁচায় সহজে পালন করা যায়। মাত্র ৪৫ দিনে হাঁসের ওজন হয় ৩ থেকে ৪ কেজি। প্রতিকেজি হাঁস বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকায়। এতে খরচ কম, লাভ বেশি। তার হাঁস এখন ফরিদপুর ছাড়িয়ে আশপাশের জেলাতেও সরবরাহ হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে ৫০০ থেকে ১ হাজার হাঁস পালনের পরিকল্পনা আছে।

শুধু হাঁস নয়, তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরিও শুরু করেছেন এবং এটিতেও সফল হয়েছেন। কামরুন নাহার স্থানীয় একটি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০টি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন। প্রথম দফায় ৪৮টি হাঁস বিক্রি করে ৪৮ হাজার টাকা আয় করেন। এরপর ২০০টি বাচ্চা নিয়ে বড় পরিসরে হাঁস পালন শুরু করেন।

আরও পড়ুন

প্রতিবেশী খায়রুন সুলতানা বলেন, কামরুন নাহারের খামার থেকেই আমরা সহজে ভালো হাঁস কিনতে পারি। তার খামার এখন গ্রামে অনেকের কাছে পরিচিত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে পাটের বাম্পার ফলন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা

সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র