ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন,গ্রেপ্তার ২

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন,গ্রেপ্তার ২

গাড়ি পার্কিং-এর জায়গাকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির এক ভাই খুন হয়েছেন।আসিফ কুরেশি নামে ৪২ বছর বয়সী ওই ব্যক্তি সম্পর্কে হুমার চাচাতো ভাই।গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায় ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করেছে তারা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। আসিফের বাড়ির ঠিক সামনেই তারা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর হাতাহাতি শুরু হয়। কিছু ক্ষণ পরে তারা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তার পরেই নাকি হুমার ভাইকে হত্যা করেন তারা।

আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তার দুই স্ত্রী। জানা যাচ্ছে, এর আগেও গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়েছেন আসিফ।

আরও পড়ুন

হুমার ভাইয়ের এক স্ত্রী বলেন, ‘রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তার ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ স্ত্রীর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি থেকে বিদায়ঘণ্টা বাজছে গামিনির

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

রাফীর ভৌতিক সিনেমায় সিয়াম-চঞ্চল!

প্রতি রাতে কান্না পায়: ঋতুপর্ণা

নওগাঁর রাণীনগরে মিষ্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে দই মিষ্টি নষ্ট করেছে দুর্বৃত্তরা

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন