ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরে

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরে, ছবি: সংগৃহীত।

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরে হবে বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।তিনি জানান, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ঘোষণা দিলে বুধবার হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন সিইসি। নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরেন তিনি।

এসময় সিইসি বলেছিলেন—নির্বাচনি পরিবেশ আগামী কয়েক মাসে আরো উন্নত হবে। আমাদের প্রস্তুতি আমরা অনেক আগ থেকে নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশআল্লাহ। আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না।তফসিল কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেছিলেন—ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। যেদিন পোলিং ডেট হবে, তার দুই মাস আগে তফসিল হবে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ভাষণ দেন। এসময় জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যার বিচার, সংস্কারসহ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

মিডিয়া ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন হাসনাত, দলের সিদ্ধান্তের করলেন সমালোচনা

সাধুর ছদ্মবেশে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রীকে খুন!

খুলনা মেডিকেলের প্রিজন সেল থেকে পালালেন আসামি

মুক্তির আগেই রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি

আসছে ইয়াশ-নীহার উইশ কার্ড