ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

শোকজের জবাব অসভ্য জগতে সভ্যতার নিদর্শন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি : সংগৃহীত,শোকজের জবাব অসভ্য জগতে সভ্যতার নিদর্শন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সম্প্রতি কক্সবাজারে ঘুরতে গিয়ে বিতর্কের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা। বিতর্কের জেরে দল থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়। নোটিশের লিখিত জবাব দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই জবাবকে অসভ্য জগতে সভ্যতার এক নিদের্শন হিসেবে উল্লেখ করেছেন তিনি।

লিখিত জবাবে পাটওয়ারী উল্লেখ করেন, ৫ আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও আমাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি।

আরও পড়ুন

 
তিনি শোকজের জবাবে আরও উল্লেখ করেন, ‘আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা।’
 
কক্সবাজারে ঘুরতে যাওয়ার কারণে গুজব সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন, কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে, যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তাৎক্ষণিক গণমাধ্যমকে জানাই যে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন।
 
পরিস্থিতির আলোকে, আমি মনে করি শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা-ভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে। 
 
গত ৫ আগস্ট কক্সবাজারে ঘুরতে গিয়ে শোকজ পান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে শুরু হচ্ছে সঞ্জিত সরকারের ম্যানেজ মাস্টার

অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে : আসক

সাবেক ১০ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধের হুঁশিয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের  

ছাত্রলীগের চাঁ’নবাবগঞ্জ পৌর শাখা সভাপতি গ্রেফতার 

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না