ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সাইন্স ল্যাবটরিতে আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনায় অগ্নিকাণ্ডে কেউ দগ্ধ হয়নি। তবে আতঙ্কে পালাতে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসে হট গ্লুগান ব্যবহারের সময় ভুলবশত পানি ভেবে পেট্রোল ব্যবহার করে। এতে মুহূর্তেই আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তিনতলার বারান্দা দিয়ে এক সঙ্গে নিচে নামতে গিয়ে আহত হয়।  এ সময় বারান্দার রেলিং ভেঙে পড়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশই হুড়োহুড়ি করে পড়ে গিয়ে আঘাত পেয়েছে অথবা আতঙ্কে অসুস্থ বোধ করছে।

আরও পড়ুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, আগুন লাগার ঘটনা খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। কেউ দগ্ধ হয়নি বা বিদ্যালয়ে আটকা পড়েনি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব শিক্ষকরা আহত ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে আসছে। তবে কীভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না।

সব মিলিয়ে ২৫ জনের মতো শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল অফিসার মো. সামিউল হুদা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় : তারেক রহমান

গণ-অভ্যুত্থান দিবসে নতুন সিনেমা ঘোষণা নিরবের

আপনার সন্তানদের নিরাপত্তায় টিকটকে এলো নতুন ফিচার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

‘৩৬ টাকায় টেলিটকের বিশেষ অফার’ পাবেন যেভাবে

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা