ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বৃষ্টিতে স্বস্তি,আমন চাষিদের মুখে হাসি

বৃষ্টিতে স্বস্তি,আমন চাষিদের মুখে হাসি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বেশ কিছুদিন থেকে খড়ায় পুড়ছে দিনাজপুরের ফুলবাড়ীসহ এর আশপাশের এলাকা। ধানের চারা প্রস্তুত হলেও ভারী বর্ষণের অপেক্ষায় থাকতে হয়েছে কৃষকদের। রোপা আমন চাষের উপযুক্ত সময় আষাঢ়ের মাঝামাঝি থেকে শ্রাবণ মাস হলেও আশানুরুপ বৃষ্টি না হওয়ার কারণে চারা রোপণে তারতম্য ঘটেছে।

তবে কয়েক সপ্তাহের টানা খরার পর স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে ফুলবাড়ীর কৃষি ক্ষেত্র। এর আগে তীব্র খরার কারণে মাঠে কাজ শুরু করতে পারেননি অনেক কৃষক। তবে কয়েকদিনের ভারী বৃষ্টির পর জমিতে পানি জমেছে, আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন এই এলাকার কৃষকরা।

দিনাজপুর আবওহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলতি বছরে জুলাই পর্যন্ত ১ হাজার ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে ০ মিলিমিটার, ফেব্রুয়ারি মাসে ১৮ মিলিমিটার, মার্চ মাসে ০ মিলিমিটার, এপ্রিল মাসে ১৩৯ মিলিমিটার, মে মাসে ৩৬৩ মিলিমিটার, জুন মাসে ৩৭৮ মিলিমিটার, জুলাই মাসে ২৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আগস্টে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে।

গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা জমি প্রস্তুত করছে, কেউ আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করছে। অনেকে প্রস্তুতকৃত জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সময়মতো বৃষ্টি হওয়ায় কম খরচে সেচবিহীন আমন ধান চাষের স্বপ্ন দেখছেন তারা।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফুলবাড়ীর পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের কৃষক রাশেদুজ্জামান বাপ্পি বলেন, চলতি মৌসুমে আমি ১ একর জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধান চাষ করবো। বৃষ্টি না হওয়ায় চিন্তিত ছিলাম। অবশেষে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়েই চারা রোপণ করতে পারছি।

ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান বলেন, বৃষ্টির ঘাটতির কারণে শুরুতে অনেকেই আমন চারা রোপণ করতে পারেননি। তবে শ্রাবণের মাঝামাঝি বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ সম্পন্ন হবে এবং লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় শিল্পে গরুর মাংস আমদানির প্রভাব

চট্টগ্রামে করোনায় এক নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ স্কাউটার রশিদ আর নেই

গাজায় ত্রাণের ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত

হোয়াটসঅ্যাপের আনরিড সব মেসেজ দেখতে পাবেন এক ক্লিকে

নতুন নাটকে ইয়াশ-নীহা