দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আওয়ামী ও যুবলীগ নেতা গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গত রোববার দিবাগত রাত ৩ টা থেকে গতকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি ও শির্না গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আতাউর রহমান এবং মাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও আজমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জহুরুল ইসলাম (৩২)।
আরও পড়ুননবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন