ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আব্দুল হাই খান (৪৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিলেন। এসময় ওই এলাকার আব্দুল হাই খান মাদক সেবন করতে নিষেধ করেন। তখন জসিম, রাকিব উত্তেজিত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত জসিম ও রাকিবের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, আমার ছেলে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব কিছু না বলে উত্তেজিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে হাত-পা ভেঙে গেছে। মাথার কয়েকটি জায়গায় আঘাত করা হয়েছে। তারা কিছু দিন আগে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ

লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকরা ভুয়া এনএসআই আটক

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ

পুলিশের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী 'বিজয় র‍্যালি' করবে বিএনপি