ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

জুলাই-আগস্টে নিহত

রায়েরবাজার কবরস্থানের অজ্ঞাত লাশ উত্তোলন ‘আজ নয়’

রায়েরবাজার কবরস্থানের অজ্ঞাত লাশ উত্তোলন ‘আজ নয়, ছবি: সংগৃহীত।

ঢাকার রায়েরবাজার কবরস্থানে গত বছরের জুলাই-আগস্টে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ব্যক্তিদের লাশ আজ উত্তোলন করা হচ্ছে না সোমবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এই তথ্য দিয়েছেন। পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী, পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ৪ আগস্ট বেলা ৩টায় অজ্ঞাত লাশ কবর থেকে তোলার কথা ছিল।

এডিসি জুয়েল রানা বলেন, “অনিবার্য কারণবশত আজকে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ সময় ঘোষণা করলে আমরা আপনাদের অবগত করবো।”

পুলিশ জানায়, রায়েরবাজার কবরস্থানে জুলাই-আগস্টে গণকবর দেওয়া অজ্ঞাতদের লাশ আদালতের অনুমতি সাপেক্ষে উত্তোলন করা হবে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে লাশগুলোর পরিচিতি ও মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে। গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন করেন।

আরও পড়ুন

সেখানে তিনি বলেন, “এখানে ১০০ জনের ওপরে দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনায় আছে। খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করার ব্যবস্থা করব।” তিনি বলেন, “এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে ওঠানো হোক; এটাতে রাজি হয়নি। এখন তারা রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায়, তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করব।” “আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়, আমরা সেটাও অ্যালাউ করব,” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কতজনের কবর আছে, জানতে চাইলে তিনি বলেন, “এখানে মোট ১১৪টি কবর আছে। এই মরদেহগুলোর পোস্টমর্টেম হয়নি, ডিএনএ টেস্ট হয়নি।” এই প্রক্রিয়াগুলো হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেহেতু ডিএনএ টেস্ট করা হবে, সেহেতু মরদেহগুলোর পোস্টমর্টেম হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নেত্রকোণায় বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ

লালমনিরহাটে কালচারাল অফিসারের আপত্তিকর ছবি ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবিকরা ভুয়া এনএসআই আটক

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ

পুলিশের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা