ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধষর্ণের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধষর্ণের অভিযোগ। প্রতীকী ছবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতারণার অভিযোগ উঠেছে সোহেল মিয়া (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে এ ঘটনার পর গতকাল শনিবার সকালে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী। সোহেল যাদুরচর ইউনিয়নের ধনারচর টাঙ্গড়া পাড়া গ্রামের ইমান আলীর ছেলে বলে জানা গেছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় দেড় বছর আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নেয় সোহেল। পড়ে বাড়িতে না নিয়ে চরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। কুড়িগ্রাম নিয়ে গিয়ে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ি আনতে যাওয়ার কথা বলে সোহেল পালিয়ে যায়। সোহেল আসার অপেক্ষার প্রহর গুনতে থাকলে আর আসেনি।

পরে ভুক্তভোগী তরুণী সোহেলের বাড়িতে আসে এবং তার পরিবারদেরকে ঘটনা খুলে বলে। পরিবারের লোকজন ঘটনা শোনার পরে তার উপর চড়াও হয়ে মারধর করে বাড়ি থেকে বাহির করে দেয়। ঘটনার বিষয় গুলো স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বললে, তারা সোহেলের পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে। তারা অন্য কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়।

আরও পড়ুন

ভুক্তভোগী তরুণীর দাবি এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সোহেলের মত প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনায় রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এবিষয়ে চেয়ারম্যান সরবেশ আলীকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমি সোহেলের পরিবারকে মেয়ের সাথে তার বিয়ের কথা বলেছি। তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। রৌমারী থানার পুলিশ অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য বিকেলে সোহেলের বাড়িতে পুলিশকে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

সমাবেশ থেকে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি ঘোষণা

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেলো ১১ মহিষের

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে ভারি বর্ষণে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু