ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

দলবদলের বাজারে বেশি দামে সবার চেয়ে এগিয়ে ইয়ামাল 

দলবদলের বাজারে বেশি দামে সবার চেয়ে এগিয়ে ইয়ামাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সাধারণত ট্রান্সফার ফি’র ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নির্ধারণ করা হয়। আর খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্য নির্ধারণের জন্য আছে ট্রান্সফার মার্কেট। ২০০০ সালে প্রতিষ্ঠিত বিখ্যাত এই অনলাইন স্পোর্টস সাইটে রয়েছে বিশ্বের সবচেয়ে বিস্তৃত ফুটবল ডাটাবেস। হরেক মডেল ও মানদণ্ডের ভিত্তিতে বিশ্বজুড়ে ৮২ হাজারেরও বেশি ফুটবলারের বাজারমূল্য নির্ধারণ করেছে ট্রান্সফার মার্কেট। এই মূল্য প্রতি মৌসুমে পরিবর্তিত হয়। বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে খেলোয়াড়দের বয়স, ফর্ম, জনপ্রিয়তা, ফিটনেস, শৃঙ্খলা-রেকর্ডসহ অনেক বিষয় বিবেচনা করা হয়। বয়স একটি বড় ফ্যাক্টর। ৩০ পেরোলেই খেলোয়াড়দের বাজারমূল্য কমতে থাকে।

১৬ বছরের কম বয়সি ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণ করে না ট্রান্সফার মার্কেট। বিশ্বের সবচেয়ে বয়সি পেশাদার ফুটবলার এখন জাপানের কাজুইয়োশিমিউরা। তার বয়স ৫২ বছর। ১৬ থেকে ৫২ বছর বয়সি ৮২ হাজার পেশাদার ফুটবলারের বাজারমূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৫ বছর বয়সি ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য সবচেয়ে বেশি। গত ৩১ জুলাই হালনাগাদ করা তথ্য অনুযায়ী এ মুহূর্তে ২৫ বছর বয়সি ৬০৫৮ জন ফুটবলারের সম্মিলিত বাজারমূল্য ৬.৯৮ বিলিয়ন ইউরো। এই বয়সি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১৮০ মিলিয়ন ইউরো বাজারমূল্য ম্যানসিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ডের। দামির তালিকায় যথাক্রমে দুই ও তিনে রয়েছেন ২৬ (৬.২৪ বিলিয়ন ইউরো) ও ২৪ বছর বয়সি (৬.১২ বিলিয়ন ইউরো) ফুটবলাররা।

আরও পড়ুন

২২ থেকে ২৭ পর্যন্ত সব বয়সসীমার ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য পাঁচ বিলিয়ন ইউরোর বেশি। আর ১৮ থেকে ৩৬ পর্যন্ত বয়সসীমার ক্ষেত্রে অঙ্কটা এক বিলিয়ন ইউরোর বেশি। সব বয়সসীমা মিলিয়ে এ মুহূর্তে বাজারমূল্যে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বার্সেলোনার ১৮ বছর বয়সি স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তার বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো। ভিনিসিয়ুস জুনিয়রও খুব দূরে নেই। ১৭০ মিলিয়ন ইউরো তার বাজারমূল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে ভারি বর্ষণে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

এনসিপির দিকে চোখ তুলে তাকালে মোকাবিলা করব: হাসনাত

৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু