ইসরায়েলি জিম্মির অনাহারে থাকার নতুন ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক : ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক ইসরায়েলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শনিবার (২ আগস্ট) প্রকাশিত সংক্ষিপ্ত ভিডিওটি বিশ্বব্যাপী ভাইরাল হয়। ভিডিওতে এভিয়াতার ডেভিড নামের ইসরায়েলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।
২৪ বছর বয়সী ইসরায়েলি ওই জিম্মি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে আটক হয়। তবে স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি এএফপি। তার পরিবারের অভিযোগ, ভিডিওতে দেখা যায় যে তাকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে। শনিবার প্রাথমিকভাবে ডেভিডের পরিবার নতুন ফুটেজ থেকে একটি স্থির চিত্র প্রকাশের জন্য অনুমোদন দেয়। ডেভিডকে একটি সুড়ঙ্গে দেখা যায় যার ছাদ তার উচ্চতার সমান। তিনি অপরিচ্ছন্ন এবং প্যান্ট পড়ে থাকলেও ওপরের দিকে কাপড় নেই। ফেব্রুয়ারিতে হামাসের সঙ্গে শেষ যুদ্ধবিরতি-জিম্মি চুক্তির সময় চিত্রায়িত ভিডিওর তুলনায় কঙ্কাল দেখাচ্ছে তাকে, কারণ ইসরায়েল গাজায় সাহায্যের প্রবাহ অনেকটাই বন্ধ করে রাখে বহুদিন ধরে। পরে পরিবারটি ইসরায়েলি সংবাদমাধ্যমকে পুরো ভিডিওটি প্রকাশের অনুমতি দেয়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ ২৭ জুলাই, দুপুর ১২টা, আমি জানি না আমি কী খাবো। আমি টানা কয়েকদিন ধরে কিছু খাইনি। আমি খুব কঠিন পরিস্থিতিতে আছি, অনেক দিন ধরে।’ তিনি খাবার ও পানির অভাব বর্ণনা করে বলেন যে তার বন্দীরা তাকে যা দিতে পারে তা দিচ্ছে। তিনি বলেন, ‘এটা কাল্পনিক নয়, এটা বাস্তব।’ তার খাদ্যতালিকায় মূলত কিছু ডাল এবং বিন থাকে। তিনি ক্যালেন্ডারের দিকে ইঙ্গিত করে উল্লেখ করেন, তিনি কত দিন খেয়েছেন এবং পরপর বেশ কিছু দিন তিনি খাবার পাননি। ভিডিওর মাঝখানে, ক্যামেরার পিছনের ব্যক্তি তাকে একটি ক্যান দেয়। এরপর ডেভিড বলেন, ‘এই পুরো ক্যানটি দুই দিনের জন্য, যাতে আমি মারা না যাই।’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ডেভিড বলেন, ‘আপনি আমাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। আমার প্রধানমন্ত্রী, যার আমার এবং শত্রুদের দ্বারা জিম্মি সমস্ত বন্দীদের জন্য চিন্তা করার কথা।’
ভিডিওর শেষে ডেভিড নিজেকে বর্ণনা করেন, তিনি সুড়ঙ্গের ভিতরে নিজের কবর খুঁড়ছেন। দুর্বল থেকে দুর্বল বোধ করার এবং মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। বলেন, ‘আমার মনে হয় আমাকে কবর দেয়া হবে। সময় ফুরিয়ে আসছে।’ এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে, হামাস একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায়, ডেভিড এবং গিলবোয়া-দালাল একটি গাড়ির ভেতরে কয়েক মিটার (গজ) দূরে জিম্মি মুক্তি অনুষ্ঠান দেখছেন। ২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছে।
মন্তব্য করুন