পুরুষরাও বিষাক্ত সম্পর্কে থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার: ফাতিমা সানা

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ মনে করেন, পুরুষরাও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার শিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধুমাত্র নারীরাই নয়, অনেক সময় পুরুষরাও বিষাক্ত সম্পর্কের মধ্যে পড়ে যান, কিন্তু সমাজ সেই কষ্টকে গুরুত্ব দিয়ে দেখে না।
সম্পর্কের সমতা নিয়েও মন্তব্য করেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘একটি সম্পর্কে সমতা অত্যন্ত জরুরি। আমি চাই, আমি যেমন নারী হিসেবে নিজের পরিচয়ে থাকতে পারি, তেমনি আমার সঙ্গীও যেন নিজের স্বকীয়তা বজায় রাখেন। আমরা একে অপরকে বদলাতে চাই না। বরং একে অপরের বৈশিষ্ট্যকে সম্মান জানানোই ভালোবাসার মূল ভিত্তি হওয়া উচিত।
সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয়টিতে তিনি একজন বাঙালি প্রগতিশীল নারীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন। ছবিতে মাধবনের চরিত্রের মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রকাশ পাওয়া যায়, যা থেকেই বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে এসব মন্তব্য করেন ফাতিমা।
আরও পড়ুনমন্তব্য করুন