ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

পুরুষরাও বিষাক্ত সম্পর্কে থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার: ফাতিমা সানা

পুরুষরাও বিষাক্ত সম্পর্কে থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার: ফাতিমা সানা

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ মনে করেন, পুরুষরাও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার শিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধুমাত্র নারীরাই নয়, অনেক সময় পুরুষরাও বিষাক্ত সম্পর্কের মধ্যে পড়ে যান, কিন্তু সমাজ সেই কষ্টকে গুরুত্ব দিয়ে দেখে না।

ফাতিমা বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কোনো পুরুষ সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করলে তাকে নিয়ে উপহাস করা হয়। এটাও পুরুষতন্ত্রেরই একটি দিক। কারণ, এই সমাজ পুরুষদের শেখায়—পুরুষদের কাঁদা উচিত নয়।
 
তিনি যোগ করেন, ‘পরিবারের খেয়াল রাখা, সবার প্রয়োজন মেটানো—এসব যেন শুধু পুরুষদের দায়িত্ব। তাদের কোনো দুর্বলতা থাকতে পারে না। অথচ, পুরুষরাও মানুষ। তাদেরও অনুভূতি রয়েছে। তাই শুধুই নারীরা পুরুষতন্ত্রের শিকার, তা বলা একতরফা বিশ্লেষণ।

সম্পর্কের সমতা নিয়েও মন্তব্য করেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘একটি সম্পর্কে সমতা অত্যন্ত জরুরি। আমি চাই, আমি যেমন নারী হিসেবে নিজের পরিচয়ে থাকতে পারি, তেমনি আমার সঙ্গীও যেন নিজের স্বকীয়তা বজায় রাখেন। আমরা একে অপরকে বদলাতে চাই না। বরং একে অপরের বৈশিষ্ট্যকে সম্মান জানানোই ভালোবাসার মূল ভিত্তি হওয়া উচিত।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয়টিতে তিনি একজন বাঙালি প্রগতিশীল নারীর চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন। ছবিতে মাধবনের চরিত্রের মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রকাশ পাওয়া যায়, যা থেকেই বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে এসব মন্তব্য করেন ফাতিমা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত

শেরপুরে আওয়ামী লীগ নেতা চাঁন গ্রেফতার

পাকিস্তানে দাম কমল পেট্রোলের, বাড়ল হাইস্পিড ডিজেলের

৫০ লাখ টাকা চাঁদাবাজি : জানে আলম অপু গ্রেপ্তার

আপেল রোজ টি তৈরি করবেন যেভাবে