ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই

বগুড়ার শেরপুরে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে এক অটোরিকশা চালককে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুবলী গ্রামের পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত চালকের নাম মোবারক হোসেন (৫০), সে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত আহসানের ছেলে।

আহত মোবারক হোসেন বলেন, পৌর শহরের খেজুরতলা থেকে একজন যাত্রী পুকুর দেখার কথা বলে অটোরিকশা ভাড়া করে শুবলী পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। নির্জন ইটভাটার ভিতরে পৌঁছার পর রড দিয়ে বেধড়ক মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় বরিতলী গ্রামের অপর এক অটোচালক ফিরোজ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আহত মোবারক হোসেনকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা : ড. আলী রীয়াজ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 

জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে : মির্জা ফখরুল

আলোচিত রিয়াদের আরও একটি বাসা থেকে মিলল নগদ টাকা

অস্ত্র পরিত্যাগ করার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান হিজবুল্লাহর

বগুড়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অডিও-ভিডিও ভাইরাল