ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

তিনদিন বন্ধের পর

চাঁপাই-রাজশাহী রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু

চাঁপাই-রাজশাহী রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শ্রমিক মারধর ও বাস ভাঙচুরের জেরে গত রোববার সকাল থেকে টানা তিনদিন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধের পর গতকাল মঙ্গলবার বিকেল থেকে ফের চালু হয়েছে। এতে ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন সাধারণ যাত্রীরা। এ কয়দিন জরুরি প্রয়োজনে তাদের অটোরিকশা বা ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়েছে।

সমস্যা সমাধানে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয়ে দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের যৌথ বৈঠকে সমঝোতার পর লোকাল বাস চলাচল শুরুর মাধ্যমে এই বাস চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত যাতায়াতকারী বিরতিহীন গেটলক ও মহানন্দা বাস সার্ভিস আজ বুধবার সকাল থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মালিক ও  শ্রমিক নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ের রাজশাহীগামী বাসের কাউন্টার মাস্টার মোহাম্মদ আলী বলেন, বিকেল ৪টার পর থেকে রাজশাহীগামী লোকাল বাস চলাচল শুরু হয়েছে। আজ বুধবার থেকে গেটলক ও মহানন্দা সার্ভিস চলবে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রুপ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম বলেন, আলোচনা সফল হয়েছে, বাস চলাচলও স্বাভাবিক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন (জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন, দু’পক্ষের বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

আরও পড়ুন

সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বাস মালিক গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই জেলার বাস মালিক ও  শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬জুলাই শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রী ওঠানামা ও বাসের শিডিউল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমকিদের মধ্যে বাক-বিতন্ডার পর রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর শ্রমিকরা।

এরই জেরে তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করে দেন চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিকরা। এছাড়া ওই রাতেই চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর দু’টি বাসের কাঁচ ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। ফলে রোববার সকাল থেকে দুই জেলার সরাসরি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়