গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ীর আত্মহত্যা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লী থেকে এক ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জাফিরুল ইসলাম (২৭) নামের ওই ব্যক্তির স্বজনদের কাছ থেকে খবর পেয়ে আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ এলাকার হুতরাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী জাফিরুল ইসলাম ব্যবসায় মন্দাসহ বিভিন্ন কারণে হতাশায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। এ নিয়ে পারিবারিক কলহের জেরে আজ সোমবার (২৮ জুলাই) সকালে সবার অজান্তে নিজ বাড়ির গোয়াল ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুনপরে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন