গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে গোসলের সময় যুবকের মৃত্যু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আল আমিন মিয়া (২২) নামের নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন মিয়া পশ্চিম খাটিয়ামারী গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিল।
এলাকাবাসী জানান, বিকেলে আল আমিন বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না উঠায় এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন