ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়কের উপর মরা গাছ দুর্ঘটনার আশঙ্কা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হরিপুর থেকে খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়গামী পাকা সড়কের দুইপাশে দু’টি মরা শিল কড়াই গাছ রাস্তার উপর হেলে পরে ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। এতে যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। গাছ দু’টি সরাতে একাধিকবার উপজেলা প্রশাসনকে বলেও কোন কাজ হয়নি বলে জানান এলাকাবাসী।
করিম নামে এক পথচারী জানান, এই সড়ক দিয়ে অটোবাইক, পাগলু, নছিমন-করিমন, ট্রাক, ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোসহ প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। সামান্য দমকা বাতাসেও ঘটতে পারে দুর্ঘটনা। স্কুল ছাত্র সোহাগ বলেন, এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আসা করেন তারা। মরা গাছগুলোর ডাল ভেঙে আহত হওয়ার ভয় কাজ করে তাদের মাঝে। শিক্ষক বেলাল উদ্দিন বলেন, রাস্তার উপর হেলে থাকা মরা গাছ দু’টি সরানো উচিত। এটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের জন্য ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুনইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সড়কটির দুই ধারে শতাধিক মরা গাছ রয়েছে। গাছগুলো সরানোর জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বমর্ন বলেন, বিষয়টি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন