দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ আজ শনিবার (২৬ জুলাই) ভোরে অভিযান চালিয়ে আদালতের দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে দুপুরে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ফিরোজ উদ্দিনের ছেলে রিপন হোসেনের নামে ২০২১ সালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
ঐ মামলায় ২০২৪ সালে সিরাজগঞ্জ যুগ্ম দায়রা জজ আদালত (১) রিপন হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অপরদিকে বিনাইল উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দিনের স্ত্রী দুলি বিবির নামে ২০২৩ সালে একটি চেক ডিজওনার মামলা হয়।
আরও পড়ুনসম্প্রতি ঐ মামলায় দিনাজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত দুলি বিবিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ১ লাখ ২৪ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের পর আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন