ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে শাশুড়িকে ফেলে পালিয়েছে পুত্রবধূ, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

বগুড়ার শিবগঞ্জে শাশুড়িকে ফেলে পালিয়েছে পুত্রবধূ, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে শাশুড়িকে ফেলে কৌশলে পালিয়ে গেছে পুত্রবধূ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকার এমএইচ স্কুলের সামনের রাস্তা থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে না পাওয়ায় ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বৃদ্ধা জহুরা বেগম (৬০) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, জহুরার ছেলের বউ মিনারা বেগম কৌশলে জহুরাকে মোকাতলায় ফেলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌছে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। জহুরা বেগম অস্পষ্ট কথায় জানায়, তার ছেলের নাম জয়নাল। তার পুত্রবধূ তাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তার পুত্রবধূর বাড়ি রংপুরে।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, 'বৃদ্ধা জহুরা ভালোভাবে সব বলতে পারছেনা। জহুরা মানসিক বিকারগ্রস্থ। উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস