শেষ ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের সামনে লক্ষ্য আজ হোয়াইটওয়াশ এড়ানো। এ লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে সফরকারীরা। ফখর জামানের জায়গা আজ ম্যাচ ওপেন করতে নামেন সাহিবাজাদা ফারহান। ঝড়ো ব্যাটিং অরেছেন তিনি, খেলেছেন ৬৩ রানের ইনিংস। এছাড়া হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজদের মারকুটে ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজ পাকিস্তানের শুরুটা হয়েছে দুর্দান্ত। একাদশে জায়গা পেয়েই নিজের নামের প্রতি সুবিচার করেছেন ফারহান। তার মারকুটে ইনিংসের সুবাদেই। ওপেনিং জুটিতে ৮২ রানের দেখা পায় পাকিস্তান। এর বেশিরভাগ রানই করেছেন ফারহান। ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন সাইম আইয়্যুব।
এদিকে মারকুটে ইনিংস খেলা ফারহান ২৯ বলে ফিফটি করার পর শেষ পর্যন্ত আউট হন ৪১ বলে ৬৩ রান করে। সাইমের মত তিনিও আউট হন নাসুম আহমেদের বলে। এরপর মোহাম্মদ হারিসকে সাজঘরের পথ দেখান তাসকিন।
আরও পড়ুনফারহান ছাড়াও আগ্রাসী ইনিংস খেলেছেন হাসান নওয়াজ। তিনি আজ করেছেন ১৭ বলে ৩৩ রান। শরিফুলের বলে আউট হন তিনি। এদিকে পাকিস্তান শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায় মোহাম্মদ নওয়াজের মারকুটে ইনিংসের সুবাদে।
পাকিস্তানি এই ব্যাটার খেলেছেন ১৬ বলে ২৭ রানের ইনিংস। তাসকিনের বলে আউট হলেও তার দুর্দান্ত পারফর্ম্যান্সেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
মন্তব্য করুন