হুক ভেঙে আটকে আছে বগি, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেছে। এতে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি।
আজ শনিবার (২৬) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।
রেলওয়ের গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে কক্সবাজার থেকে রওনা হয়। বিকাল ৩টা ৮ মিনিটের দিকে সেটি গোমদণ্ডী স্টেশন ক্রস করে। গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির একদম শেষের বগিটির হুক ভেঙে গেছে। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এনে গার্ড ব্রেক বগি উদ্ধার করার প্রক্রিয়া চলছে। গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুনচট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘গোমদণ্ডীতে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই লাইন এখন ব্লক (বন্ধ) হয়ে আছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়ার পর রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে।
মন্তব্য করুন