ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

পরিচালক স্বামীর বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী মানসীর

পরিচালক স্বামীর বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী মানসীর

জনপ্রিয় নাট্য অভিনেত্রী মানসী প্রকৃতি আবারও আলোচনায়। তবে এবার ব্যক্তিজীবনের চরম এক দুঃসময়কে ঘিরে আলোচনায় এলেন ‘বেক্কল বউ’ নাটকের এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি তার স্বামী নির্মাতা আদিবাসী মিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

মানসী লিখেছেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য নয়। একজন প্রেগনেন্ট স্ত্রীকে একা ঘরে রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়। এটা কোন ধরনের মানুষ।

তিনি আরও লেখেন, ‘ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ, তুমি এর বিচার অবশ্যই করো।

এই পোস্টের পর আরেকটি ভিডিও প্রকাশ করে মানসী জানান, তার স্বামী আদিবাসী মিজান মানসীর ইনবক্সে লেখেন, ‘তুমি অনুমতি দিলে। আবারও লিখলা ছি।’ এর উত্তরে মানসী বলেন, ‘আমি তোমাকে কোনো অনুমতি দেইনি। তুমি চেয়েছিলে, আমি চুপ ছিলাম। ভাবছিলাম হয়তো বলছো আমার রিয়্যাকশন দেখার জন্য।

পরে কথোপকথনের একপর্যায়ে নির্মাতা মিজান মানসীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ। তুমি একটা মিথ্যুক।

আরও পড়ুন

এই কথোপকথনের কিছুক্ষণ পরেই মানসী তার ফেসবুকে আরেকটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা... (শব্দটি প্রকাশযোগ্য নয়)... দিন শেষে যদি ভালো স্বামী আর সংসার পায়, সে বদলে যায়। আমি শুধু সম্মান নিয়ে শান্তিপূর্ণ একটা সংসার চেয়েছিলাম।’

পোস্টের একপর্যায়ে মানসী জানান, বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ। তিনি লেখেন, ‘আমার বা আমার অনাগত সন্তানের যদি কিছু হয়, তার সম্পূর্ণ দায়ভার আমি আমার স্বামী আদিবাসী মিজানের ওপর দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কাছে ও আপনাদের কাছে বিচার চেয়ে গেলাম। ও যেন কোনোদিন ক্ষমা না পায়।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে মানসী তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

রবিবার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের করা রিটের শুনানি

বগুড়া শহরে যুবক খুন, গ্রেপ্তার ১

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা