ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

সাজেক সড়কে পাহাড় ধসে বন্ধ যোগাযোগ, আটকা ৪২৫ পর্যটক

সাজেক সড়কে পাহাড় ধসে বন্ধ যোগাযোগ, আটকা ৪২৫ পর্যটক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাতে ভারি বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই পাড়ে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, রাতের ভারি বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে দিঘীনালা-খাগড়াছড়ির সঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর, গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে হস্তক্ষেপ না করা নিয়ে যা জানালেন বুলবুল

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনার আরও এক হত্যা মামলা 

‘বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ’

রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অর্থ উপদেষ্টা 

আরও ২ সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি