ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সদর উপজেলার করিমপুর নামক স্থানে ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই লোকাল বাসের তিন যাত্রী নিহত হন। দুই বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

আরও পড়ুন

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই করিমপুর হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে।করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলের ১৩ নদীর পানি বিপৎসীমার ওপরে

সেপ্টেম্বরেই হচ্ছে এশিয়া কাপ, ভেন্যু আরব আমিরাত

দেড়মাস সংসার করার পর জানা গেলো নববধূ পুরুষ

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃত্যু

হুক ভেঙে আটকে আছে বগি, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ