ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রের

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রের। প্রতীকী ছবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ৪দিন ধরে নিখোঁজ রয়েছে সাদ মুহাম্মদ সাব্বির (১৫) নামে এক মাদরাসা ছাত্র। গত শুক্রবার সন্ধ্যায় মাদরাসায় যাওয়ার পথে পাবনা শহরের সিএনজি স্ট্যান্ড থেকে নিখোঁজ হয় সাব্বির। এদিকে ছেলের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।

নিখোঁজ সাব্বির উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের মো. ছাইদুর রহমানের ছেলে ও পাবনার দারুল হাদিস মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় তার বাবা গত শনিবার সকালে পাবনা সদর থানায় একটি জিডি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির গত শুক্রবার বিকেল ৪টায় মাদরাসায় (পাবনা) যাওয়ার উদ্দেশ্যে বাবার সাথে বাড়ি থেকে বের হয়। বাবা ছাইদুর ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড থেকে ছেলেকে একটি অটোরিকশায় (সিএনজি) তুলে দেন। এরপর সন্ধ্যায় পাবনা শহরের সিএনজি স্ট্যান্ডে গিয়ে নামে সে। কিন্তু মাদরাসা থেকে জানানো হয় সাব্বির সেখানে যায়নি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

ছাইদুর রহমান জানান, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছি। ৪ দিন হলো কোথাও তার সন্ধান পাচ্ছি না। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, নিখোঁজ ছেলেটিকে খুঁজে বের করতে পুলিশের একটি টিম কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন