ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় রিপু ও মতিনকে পৃথক দুই মামলায় শোন এ্যারেস্ট

বগুড়ায় রিপু ও মতিনকে পৃথক দুই মামলায় শোন এ্যারেস্ট

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ মারপিটের অভিযোগ এনে দায়েরকৃত পৃথক পৃথক মামলায় (কর্যক্রম নিষিদ্ধ ঘোষিত) বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করাবন্দি রাগেবুল আহসান রিপু এবং বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের বহিস্কৃত নেতা কারাবন্দি আব্দুল মতিন সরকারকে পুনঃগ্রেফতারের (শোন এ্যারেস্ট) আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে পৃথক ওই দুই মামলায় হাজতি পরোয়ানামূলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওই মামলার তদন্তকারী কর্মকতাগণ আসামিদেরকে শোন এ্যারেস্টের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে আবেদন করেন। পিডাব্লিউমূলে ওই আসামিদের আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আজ মঙ্গলবার (২২ জুলাই) ওই আবেদনের শুনানি শেষে তাদেরকে পুনঃগ্রেফতারের আদেশ প্রদানসহ হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শহরের ঝাউতলা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ মারপিটে আন্দোলনকারীদেরকে আহত করে। এই মামলায় বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে পুনঃগ্রেফতারের (শোন এ্যারেস্ট) আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে গত ৪ আগস্ট শহরের ঝাউতলা কাঠালতলা রোডে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ মারপিটের অভিযোগ এনে দায়েরকৃত অপর মামলায় কারাবন্দি রাগেবুল আহসান রিপুকে শোন এ্যারেস্টের আদেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন