রংপুরের মিঠাপুকুরে মাটি ধ্বসে মহা সড়কের একাধিক স্থানে গর্তের সৃষ্টি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলা এলাকায় একাধিক স্থানে মাটি ধ্বসে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও আন্ডারপাস এলাকায় বাইপাস সড়কের পাশে লাল মাটি দেওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরে হেনা মেমোরিয়াল মহিলা কলেজ ও ব্র্যাক কার্যালয়ের দক্ষিণে হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত সড়কের দু’দিকে মাটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
হোসেন আলী জানান, সামান্য বৃষ্টি হলেই মাটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। সড়কের পাশ থেকেই মাটি উত্তোলন করে ভরাট করায় মাটি ধসের ঘটনা ঘটছে। গতকাল সোমবার সকালে ব্র্যাক কার্যালয়ের দক্ষিণ দিকে সৃষ্ট গর্ত একই স্থানের মাটি দিয়ে ভরাট করতে দেখা গেছে।
আরও পড়ুনস্থানীয় মোটর শ্রমিক সৈয়দ আলী জানান, সোনালী ব্যাংক থেকে ঢাকা বাস স্ট্যান্ড এলাকাসহ বাইপাস সড়কের পাশে লাল মাটি দেওয়ায় প্রায় ছোট খাটো দুর্ঘটনা ঘটে। সামান্য বৃষ্টি হলেই লাল মাটি নরম হয়ে পিচ্ছিল হয়ে যায়। গতকাল সোমবারও একটি ট্রাক উল্টে পড়ে। এর আগে এ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ ইজিবাইক উল্টে পড়ে কয়েকজন আহত হন।
মিঠাপুকুর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি খলিলুর রহমান জানান, আন্ডার পাস এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে ময়লা জমে ভাগারে পরিণত হয়েছে। তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবি জানান।
মন্তব্য করুন