বগুড়ার আদমদীঘিতে ২৬০ পিস নেশার এ্যাম্পলসহ গ্রেফতার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২৬০ পিস নেশার ইনজেকশনসহ (এ্যাম্পল) সুজন আলী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন আলী নওগাঁ সদরের আরজি নওগাঁ মধ্যপাড়ার ছকিম উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বিকেলে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তিলকপুর-সান্তাহার সড়কের উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাশে ইশবপুর এলাকায় সান্তাহারগামী একটি ইজিবাইক তল্লাশিকালে ইজিবাইকের পিছনের সিটে বসা সুজন আলীর হেফাজতে থাকা একটি প্লাস্টিক ব্যাগে থাকা ২৬০ পিস এ্যাম্পলসহ তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন