ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী জাফরের মৃত্যু, বাড়িতে শোকের মাতম

মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী জাফরের মৃত্যু, বাড়িতে শোকের মাতম। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আবু জাফর (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নন্দনবাড়ী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে। গতকাল রোববার রাতে মালয়েশিয়ার প্র্যাংগানু এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, গতকাল রোববার রাতে আমরা মৃত্যুর খবর পাই। প্র্যাংগানুতে একটি কোম্পানিতে কাজ করতেন জাফর। সেখানেই রাতের বেলায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই পথে তার মৃত্যু হয়। জানা যায়, প্রায় আট বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া পাড়ি জমান জাফর। দেশে রেখে যান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

দুই বছর আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। নিহতের ছেলে বলেন, দুই বছর আগে বাবা দেশে এসেছিল, আমাদের ভাল রাখতে বাবা আবারও বিদেশে গেল, অথচ আজ তার লাশ নিয়ে আসতে হবে। আমার বাবার লাশ নিয়ে আসতে যে পারিমাণ টাকার প্রয়োজন সে সামর্থ্য আমাদের নেই।

আরও পড়ুন

জানিনা বাবার লাশ ফিরিয়ে আনতে পারব কি না। জাফরের স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন, মেয়ে বাবার ছবি বুকে জড়িয়ে কাঁদছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আবু জাফর একজন সৎ ও ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস