ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

দিনাজপুরের বিরলে ভ্যানচালক আসাদুল হত্যা মামলায় মুন্নাসহ ৩ জন গ্রেফতার

দিনাজপুরের বিরলে ভ্যানচালক আসাদুল হত্যা মামলায় মুন্নাসহ ৩ জন গ্রেফতার। প্রতীকী ছবি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল (৩৫) হত্যা কান্ডের এক সপ্তাহের মধ্যে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার এবং  মূল আসামি মুন্নাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, আজ সোমবার (২১ জুলাই) ভোরে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর পরামর্শ ও দিক নির্দেশনায় এস আই রব্বানীর নেতৃত্বে এ এস আই মুরসালিন ও এ এস আই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই হত্যা কান্ডের মূল আসামি উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউপি'র দামাইল সঙ্গতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নাজমুল হক মুন্নাকে (২৮) গ্রেফতার করে। 
পরে মুন্নার দেয়া স্বীকারোক্তিমূলক ভ্যান ক্রেতা ও সহযোগী আসামি জেলার বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া গ্রামের মৃত প্রবীণ দেব শর্মার ছেলে স্থানীয় আম ব্যবসায়ী কিনুরাম দেব শর্মা (৩৮) ও  একই উপজেলার জালালী গ্রামের মোসলেম আলীর ছেলে রুবেল ইসলাম অরফে সাহেব আলীকে (৩৬) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যা কান্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে উপজেলার ৩নং ধামইর ইউপি'র ধুকুরঝাড়ী হতে কাহারোল পাকা সড়কের মাটিয়ান পুকুরের পাশ থেকে অটোভ্যান চালক আসাদুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। নিহত অটোভ্যান চালক উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যোগীহারি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন