বগুড়ার শিবগঞ্জে সাবেক কাউন্সিলর হারেক আলী গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা হারেক আলীকে (৫১) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাশকতা মামলায় পৌর এলার্কা নিজ বাড়ি চকভোলাখাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামের লজিব উদ্দীনের ছেলে ও স্থানীয় আওয়ামী নেতা।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, গত বছর জুলাইয়ে ছাত্রজনতার মিছিলে হামলার মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন