ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক

অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক। ছবি : দৈনিক করতোয়া

লালমনিরহাট প্রতিনিধি : খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড় এবং সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম সহ জেলার একাধিক স্থানে আয়োজিত পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খেলাফত মজলিসের আমির বলেন, ড. ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে।

যদি মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়, তাহলে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাজনৈতিক সরকার এ সিদ্ধান্ত নেবে। তিন দিনের অস্থায়ী মেহমান সরকার এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। এজন্য সব রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার এজেন্ডা আমাদের জানা আছে। তারা পৃথিবীর দেশে দেশে নির্লজ্জ অশালীন, মানবাধিকারের নামে সমকামিতার মতো অভিশাপকে চাপিয়ে দেয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত দেওয়া হয় এবং সমকামিতাকে বাস্তবায়ন করা হয়, তাহলে গোটা বাংলাদেশ কারবালার প্রান্তরে পরিণত হবে।

এসব সমাবেশে বক্তব্য দেন লালমনিরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলনা ইব্রাহীম খলিল, সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে