ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা, ছবি: দৈনিক করতোয়া ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে সাব্বিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে কৈগাড়ী মোড়ে একটি চায়ের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে তার স্বজনরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামের এক মেয়েকে বিয়ে করেন। ওই স্ত্রীকে নিয়ে মাসখানেক আগে নিজের বাড়িতে এলে পরিবার তাদের মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় উঠেন। নন্দীগ্রামে আসার পর সাব্বির হোসেন হোটেল শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের কারণে স্ত্রী সুমাইয়া ঢাকায় চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে বেঁধে ফাঁস দেন। সুমাইয়া খাতুন ভিডিও কল কেটে তাদের প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। পরে প্রতিবেশিরা গিয়ে সাব্বির হোসেনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

আজ শনিবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সমাবেশ থেকে হাসপাতালে জামায়াত আমির

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী অটোভ্যান চালক খুন, নদী থেকে লাশ উদ্ধার

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যাক্ত জমিতে ড্রাগন চাষ করে সফল শিপলু ও তুষার

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল