দেশে ফিরেই কয়েক ঘন্টা বিশ্রাম শেষে স্টেজ শো’তে লিজা
_original_1752681110.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা গত ২০ জুন ইউরোপ ট্যুরে গিয়েছিলেন। প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে তিনি ইউরোপের পাঁচটি দেশে সফলভাবে শো সম্পন্ন করে গত ১৫ জুলাই সকালে দেশের মাটিতে পা রাখেন। কয়েক ঘন্টা বিশ্রাম শেষে তিনি সেদিনই একটি স্টেজ শোতে অংশ নেন।
লিজা বলেন,‘ জীবন যেমনই হোক, এই কথাটা আমরা সবসময়ই বিশ্বাস করি-শো মাস্ট গো অন-। ইউরোপ ট্যুর শেষে এই কথাটা যেন আমার জীবনের ক্ষেত্রে আরো বড় বেশি প্রমাণিত হলো। কারণ টানা ২৫ দিনের ইউরোপ সফর শেষে গত ১৫ জুলাই সকাল বেলায় ঢাকায় এসে পৌঁছি। মাত্র কয়েক ঘন্টা বিশ্রামের পর আয়কর আইনজীবিদের অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলাম। যদিও আরো একটু বিশ্রাম নিলে ভালো লাগতো। আরো মনের মতো সঙ্গীত পরিবেশন করতে পারতাম। কিন্তু কিছু করারও নেই। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার বিয়ষটি আগে থেকেই নির্ধারণ করা। স্টেজ শোতে আমি সবসময়ই পূর্ণ মনোযোগ দিয়ে সবগুলো গান গাইবার চেষ্টা করি। শ্রোতা দর্শকের গানের প্রতি আগ্রহ ও চাহিদা বুঝেই আমি গান পরিবেশন করি। ঢাকায় ফিরেই এমন একটি চমৎকার আয়োজনে গান গাইতে পেরে ভীষণ ভালোলেগেছে। ধন্যবাদ আয়োজকদের। আর ইউরোপ ট্যুরটাও সব মিলিয়ে দারুণ হয়েছে। সবচেয়ে বেশি ভালোলাগার বিষয় হলো এবারের ট্যুরে আমার সঙ্গে আমার স্বামী ও আমার কন্যা সন্তান ছিলো। যে কারণে পুরো ট্যুরটা আমি দারুণ উপভোগ করেছি। ধন্যবাদ প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের আমাদের সর্বাত্বক সহযোগিতা করার জন্য, আমাদের ভালোবাসায় ভরিয়ে দেবার জন্য। আজীবন এই ট্যূরের কথা দেশে দেশে শোয়ের কথা মনে থাকবে।’
ইউরোপ ট্যুরে লিজার সঙ্গে আরো সঙ্গীত পরিবেশন করেন আয়েশা মৌসুমী, সাগর বাউল। উপস্থাপনায় ছিলেন স্বর্ণলতা দেবনাথ। নৃত্য পরিবেশনে ছিলেন তানহা তাসনিয়া। লিজার ইভেন্ট কো- অর্ডিনেটর মাহমুদুল হাসান শুভ জানান, আগামী ১৯ জুলাই গাজীপুর হাইটেক পার্কে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন লিজা।
আরও পড়ুনএছাড়াও শিগগিরই কয়েকটি নতুন মৌলিক গান প্রকাশেনও প্রস্তুতিও নিচ্ছেন। উল্লেখ্য, ইউরোপ ট্যুরে লিজা ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যাণ্ড, ইতালী ও স্পেনে সঙ্গীত পরিবেশন করেন।
মন্তব্য করুন