ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় আল আমিন তরফদার (৫২) নামে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আল-আমিন তরফদার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে। সে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
মন্তব্য করুন